Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
47গানের মানুষ বাপ্পা মজুমদার। তবে এবারের ঈদে তাকে একটি ভিন্ন ভূমিকায় দেখা যাবে। প্রথম বারের মতো একটি টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ইমরাউল রাফাতের চিত্রনাট্য ও পরিচালনায় ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক মি. ৪২০-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
এ বিষয়ে নাট্যনির্মাতা ইমরাউল রাফাত জানিয়েছেন, দেশ টিভির ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটকটি তৈরি হচ্ছে জনপ্রিয় কথাসিাহিত্যিক সুমন্ত আসলামের উপন্যাস ‘মিস্টার ফোর টুয়েন্টি’ অবলম্বনে। বাপ্পা মজুমদার যে চরিত্রে অভিনয় করছেন তা উপন্যাসে না থাকলেও লেখকের সঙ্গে আলাপ করে নাটকে এ চরিত্রটি সংযোজন করা হয়েছে।
বাপ্পা মজুমদারের চরিত্রটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে এই সংগীত শিল্পীকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। দেখা যাবে তিনি একটি বিষয়ে ডক্টরেট করছেন।
বাপ্পা মজুমদার ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মেহজাবীন, মিশু সাব্বির, সাজু খাদেম, কচি খন্দকার, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সুদিপ, জয়নাল, শেহজাদ প্রমুখ।
নাটকে দেখা যাবে, অর্ণব, রবি ও পল্লব ভার্সিটিতে লেখাপড়া করে আর কিসলু একটা প্রাইভেট কেম্পানিতে চাকরি করে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্যাচেলার থাকতে অভ্যস্ত এই চার পুরুষ। পূর্বের প্রতিটি বাসার মালিকই এই চার পুরুষের কর্মকান্ডে মারাত্মকভাবে বিব্রত বিধায় প্রতি তিন থেকে চার মাস পর পর বাসা পরিবর্তন করতে হচ্ছে। অবশেষে ভালো আচরণের প্রতিশ্র“তিতে এক বাসায় উঠেছে।
কিসলুর একটি বিশেষ গুণ আছে, সে ভালো প্রেমপত্র লিখতে পারে। কিসলু যে এলাকায় যাক না কেন তার এই প্রতিভার খবরটা কেমন করে যেন বাতাসে ছড়িয়ে পরে। কিসলুর চিঠি পরে রমনীরা প্রেমে পরতে বাধ্য। এই বাড়ির মালিক বদরুল সাহেবের তিনটি মেয়ে, কোনো ছেলে নেই। বদরুল সাহেব একটু বদমেজাজী আর ফালতু টাইপের বলে তাকে সবাই বদ চাচা বলে ডাকে। এই বাসায় কিসলু বাহিনি ওঠার আগেই শর্ত ছিল এই তিন মেয়ের কারো সঙ্গে কথা বলাতো দুরের কথা তাকানোও যাবে না। বাসায় গিয়ে হোক আর তিন তলার জানালায় হোক রুহিনাকে একটু দেখতে পারলেই অর্ণবের প্রশান্তি। কিসলুর সাহায্যে সুন্দর এক প্রেমপত্র লিখে রুহিনার হাতে পৌছে দেয় অর্ণব ফিরতি চিঠি আসে ভালো হয়ে যান মি. ৪২০, ভালো হতে পয়সা লাগে না। অর্ণব আশাহত হয়ে এক পীরের ফিকিরের আশ্রায় নেয়। হঠাৎ অর্ণবের বাবা আসে অর্ণবের মেসে আর ভুলে পীরের পরে দেয়া পানি অর্ণবের বাবা খেয়ে ফেলে। এমন সব মজার ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক মি. ৪২০।
দেশ টিভির সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে ধারাবাহিকটি টানা সাত দিন রাত নয়টায় প্রচারিত হবে।