খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আওয়ামী লীগের ৩ সদস্যের একটি দল বিএনপিকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানাতে আসে।
আওয়ামী লীগের পক্ষে সহ-সম্পাদক মো.সিকান্দার আলী, সুশান্ত কুমার বাইন এবং কে.এম ওয়াহিদুর রহমান বিএনপির মুখপাত্র এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপনের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড তুলে দেন।
এ সময় উপস্থিত দুই দলের নেতৃবৃন্দরা রাজনৈতিক সহনশীলতলা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের উপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো.জসীম এবং ছাত্রদলের দফতর সম্পাদক মো.আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।