খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মূলধন ও বিনিয়োগ সমস্যার সমাধানে ‘আইডিএলসি উদ্ভাবন’ নামের আর্থিক সহায়তা সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড যৌথভাবে এই সেবা চালু করেছে। সেবার মাধ্যমে বিশেষ স্টার্টআপ বা উদ্যোগ ঋণ, স্বল্প মেয়াদি ঋণ ও দেশীয় সফটওয়্যার বা তথ্যপ্রযুক্তি সেবার কেনার জন্য ঋণ পাওয়া যাবে। অবশ্য এই ঋণ পেতে হলে বেসিসের সদস্য অথবা আইডিএলসির এসএমই বা করপোরেট গ্রাহক হতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘আইডিএলসি উদ্ভাবন’ সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য দেন বেসিস সভাপতি শামীম আহসান, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী সেলিম আর. এফ হোসেন ও বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘মূলধন বা বিনিয়োগ সমস্যার কারণে আমাদের দেশে নতুন উদ্যোক্তা তৈরি হয় না বা উদ্যোক্তারা ঝরে পড়ে। আইডিএলসি ও বেসিসের সদস্য কোম্পানিগুলোকে বিশেষ সুদে স্টার্টআপ লোন, শর্ট টার্ম লোনসহ সব ধরনের ঋণ সুবিধা দেবে। ফলে তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবে।’ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা বলেন, নতুন এই সেবা একদিকে যেমন আইসিটি ব্যবসাকে সম্প্রসারিত করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যেভাবে ঋণ পাওয়া যাবে অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, এই সেবার মাধ্যমে আইডিএলসির কোনো এসএমই বা কর্পোরেট গ্রাহক যদি সফটওয়্যার কিনতে চান তাহলে আইডিএলসি তাকে বেসিসের কাছে পাঠাবে। এ ক্ষেত্রে ওই গ্রাহক বিশেষ ছাড় পাবেন। অন্যদিকে বেসিসের সদস্য কোনো কোম্পানি যদি সফটওয়্যার কিনতে চায়, সেক্ষেত্রে ওই কোম্পানিকে ঋণ সুবিধা দেবে আইডিএলসি। উদ্যোক্তাকে ঋণ পেতে হলে তাঁর ট্রেড লাইসেন্স বা ই-টিন থাকতে হবে। বেসিসের সদস্য সনদ থাকতে হবে। উদ্যোক্তার বয়স সীমা ২০ থেকে ৬০ বছর। নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ১৮ বছর। দুই বছর ব্যবসা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।