খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
বলিউড পাড়ায় ‘কাট্টি বাট্টি’ সিনেমায় ইমরান খানের সঙ্গে কঙ্গনা রানাউতের দীর্ঘ চুম্বন দৃশ্য নিয়ে বেশ চর্চা চলছে। এরই মধ্যেই একটি সাহসী মন্তব্য করলেন কঙ্গনা। সময়ের আলোচিত অভিনেত্রী কঙ্গনা জানালেন, স্তনসন্ধি (ক্লিভেজ) দেখাতে তার কোনও অসুবিধা নেই। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের পোশাক পরেন তিনি। ‘কাট্টি বাট্টি’ও তার ব্যতিক্রম নয়। কিন্ত সাহসী দৃশ্য শুট করার পরেই অনেক নায়িকা সঙ্গে সঙ্গে গায়ে পোশাক জড়িয়ে নেন। আর তা হাতের কাছে না পেলে বিভিন্ন ভাবে সিনক্রিয়েট করেন ছবির সেটেই। ঠিক এই জায়গাতেই আপত্তি কঙ্গনার। তার কথায়, পর্দায় তো সকলেই আমাকে খোলামেলা দৃশ্যে দেখছেন। তাই শুটিং শেষ হলে হাতের কাছে পোশাক না পেলে আমি সিনক্রিয়েট করি না। আমার মনে হয় না সেটের সদস্যরা আমার স্তনসন্ধি দেখে ফেলছেন বলে আমার সম্মান চলে গেল। কঙ্গনা এ-ও জানিয়েছেন, ছবির সেটে পৌঁছে শরীর নিয়ে ছুৎমার্গে তিনি বিশ্বাসী নন। কারণ সকলেই সেখানে পেশাদার।