Sat. Oct 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
47সৌদি আরবে ইয়েমেনের সন্দেহভাজন হুথি বিদ্রোহীদের মর্টার হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির ইয়েমেন সীমান্ত সংলগ্ন জিজানের সামতাহ জেনারেল হাসপাতাল এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে বলে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিহত দুই বাংলাদেশি হলেন, টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা জিজান এলাকায় সামতাহ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উল্লেখ্য, ইয়েমেনে বিদ্রোহী হুথি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি আরবের হামলার জবাবে মাঝে মাঝেই সৌদি সীমান্তে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে মাঝেমাঝেই প্রাণহানির ঘটনা ঘটে।