খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
দেশে আত্মহননের ঘটনা ক্রমশ বাড়ছে। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান মতে, গত পাঁচ বছরে (২০১০ থেকে ২০১৪) সারাদেশে প্রায় ৮০ হাজার আত্মহননের ঘটনা পুলিশের খাতায় রেকর্ড হয়েছে। প্রধানত সামাজিক অস্থিরতা, প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ ও অর্থনৈতিক দূরাবস্থা আত্মহননের অন্যতম কারণ বলে পুলিশের তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে।
তদন্তকারী সূত্রগুলো বলেছে, প্রতিবছর দেশে গড়ে দেড় হাজার ব্যক্তি আত্মহননের পথ বেছে নিচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই আত্মহননের ঘটনা বেড়েছে।
পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২০১০ সালে ১৫ হাজার ৫শ’ ৫১ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। এরমধ্যে ৪৬৭৯ জন ফাঁসিতে, ৪৯৮৬ জন বিষপানে এবং ৫৮৮৬ জন অন্যান্যভাবে অপমৃত্যুর শিকার হয়েছেন।
২০১১ সালে ১৫ হাজার ৩২৯ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এর মধ্যে ৫০৯৬ জন ফাঁসিতে, ৪৫৪৬ জন বিষপানে এবং ৫৬৮৭ জন অন্যান্যভাবে অপমৃত্যুর শিকার হয়েছেন।
২০১২ সালে আত্মহনন করেছেন ১৬ হাজার ১শ’ ২০ জন। এর মধ্যে ৫৯০৩ জন ফাঁসিতে, ৪২০৫ জন বিষপানে ও ৬০১২ জন অন্যান্যভাবে আত্মহত্যা করেছেন।
২০১৩ সালে ১৬ হাজার ২শ’ ৩৮ জন আত্মহননের পথে গেছেন। এর মধ্যে ৬৪১৭ জন ফাঁসিতে ঝুলেছেন। বিষপানে মারা গেছেন ৩৭১২ জন এবং অন্যান্যভাবে অপমৃত্যুর শিকার হয়েছেন ৬১০৯ জন।
সর্বশেষ ২০১৪ সালে ১৬ হাজার ৭১৬ জন আত্মহত্যা করেছেন। এর মধ্রে ৬৭০৬ জন গলায় ফাঁস লাগিয়ে, ৩৫০০ জন বিষপান করে, ৬৫১০ জন অন্যান্যভাবে অপমৃত্যুর শিকার হয়েছেন।
পুলিশ সদর দফতরের সিনিয়র তথ্য অফিসার কামরুল হাসান জানান, সারাদেশে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি মানুষ আত্মহত্যা করছে। সামাজিক অস্থিরতাই আত্মহত্যার প্রধান কারন বলে তিনি জানান।
তিনি বলেন, ২০১০ ও ২০১১ সালের তুলনায় ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে আত্মহননের ঘটনা বেড়েছে। মৃতদের মধ্যে মেয়েদের সংখ্যাই সবচেয়ে বেশি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি’র বিভাগীয় প্রধান অধ্যাপক এহসান মাহমুদ জানান, ‘মানসিক অসুস্থতা থেকেই আত্মহননের ঘটনা ঘটে। সামাজিক কিংবা অর্থনৈতিক পরিবেশগত দুরবস্থা থেকেই মানুষ মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়ে থাকে। দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার পথ না পেলেই মানুষ আত্মহননের পথ বেছে নেয়। এটা একধরনের মানসিক ব্যাধি বলতে পারেন।’
বিশ্বে আত্মহত্যাপ্রবন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর সারা বিশ্বে ১০ লাখ আত্মহত্যা করে থাকেন। ২০১০ সালে দেশের মনোবিজ্ঞানী অধ্যাপক এমএম ফিরোজ ও অধ্যাপক এসএম নুরুল ইসলামের নেতৃত্বে একটি ৬ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল পরিচালিত জরিপে বলা হয়, দেশের ৬৫ লক্ষ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবনতা কাজ করছে। দেশে পুরুষদের চেয়ে নারীরাই আত্মহত্যা করছে বেশি। এর মধ্যে বিষপানে আত্মহত্যার ঘটনাই বেশি।