Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
41ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার গভীর রাতে ছেলেকে বেঁধে রেখে তার সামনেই মাকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ শনিবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রেজিয়া বেগম (৪০) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শাহআলম মিয়া ও তার বড় ছেলে সিলেটে একটি বেকারিতে চাকরি করেন। ছোট ছেলে মাসুক মিয়াসহ এদিন রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন রেজিয়া বেগম। গভীর রাতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢোকে মা ও ছেলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে ছেলের সামনেই রেজিয়া বেগমকে জবাই করে। ঘরে থাকা স্যুটকেস ও আসবাবপত্র তছনছ করে দুর্বৃত্তরা চলে যায়। রাত পৌনে তিনটার দিকে কোনো মতে মুখের বাঁধন খুলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন দৌড়ে আসেন। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমানের ভাষ্য, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।