Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
61াঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে তাদের সাসপেন্ড করা হয়েছে। এছাড়া শুক্রবারের ওই ঘটনায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নুরুজ্জামান। তিনি জানান, পুলিশের তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুক্রবারের ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডিআইজি নুরুজ্জামান। তবে এ বিষয়ে এ মুহূর্তে বিস্তারিত তথ্য তার কাছে নেই উল্লেখ করে তিনি জানান, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতীতে মা-ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। এছাড়া গুলি, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে আহত হন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে আরও ৫ জন গুলিবিদ্ধ রয়েছেন।