Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
62জীবনের মূল্য কি মাত্র ৫০ হাজার টাকা? যারা পুলিশের নগ্ন হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক তাদের প্রতিটি পরিবারকে মাত্র ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিলেন। ঐ পরিবারের ভবিষ্যত এখন কোথায়? যারা একটি অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষতিপূরণের নামে তাদের পরিবারের সঙ্গে রাষ্ট্র পক্ষ কি তামাশা করেনি? প্রশাসনের কাছে এমন প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল টাঙ্গাইলের কালিহাতিতে ঘটে যাওয়ার নির্মম ঘটনার কথা উল্লেখ করে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পাটির্র(এনডিপি) নেতৃবৃন্দ বলেন, শুধু টাঙ্গাইল নয় সারাদেশে এখন গুম-খুন ও সন্ত্রাসের রামরাজত্ব চলছে। গতকাল কালিহাতায় ছেলের সামনে মায়ের শ্লীলতাহানি জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এই জঘন্য ও নির্মম ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের নগ্ন হামলার শিকার হয়ে ৩ জন নিহত এবং ২ জনের অবস্থা আশংকাজনক ও ৫০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যখন ঈদের আনন্দে কালিহাতি বাসী বিভোর থাকবে ঠিক সেই মুহুর্তে এই ঘটনা গোটা এলাকায় শোকে স্তব্ধ হয়েছে। এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা একযুক্ত বিবৃতিতে টাঙ্গাইল জেলার কালিহাতির ঘটনায় প্রকৃত খুনী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কঠোর আইন প্রয়োগেরও আহবান জানান।