খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
অ্যাঙ্গরি বার্ডস মোবাইল গেমে যুক্ত হলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। জানা গেছে, গেমটিতে নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছে শাকিরা বার্ড।
অ্যাঙ্গরি বার্ডস গেমে ওই চরিত্রটিকে দেয়া হয়েছে শাকিরার সুপরিচিত লুকে।
জানা গেছে, সম্প্রতি স্পেনের বার্সালোনায় অ্যাঙ্গরি বার্ডসের কোম্পানি রেভিওর বস পিটার ভেস্তারবাকার সঙ্গে দেখা করেন শাকিরা। পিটার বলেন, “মাত্র ৫ মিনিটের মধ্যেই ঠিক করে ফেলি যে আমরা একসঙ্গে কিছু একটা করবো। ফলাফল দেখে খুশি। অসাধারণ ডিজাইন করা হয়েছে এই নতুন পাখিটিকে। শাকিরার সঙ্গে সুন্দর বন্ধুত্বও হয়েছে। ওর ভক্তের সংখ্যা প্রচুর। অ্যাঙ্গরি বার্ডসেরও ৩ বিলিয়ন কপি ব্যবহৃত হয়। তাই এই জোট যে ফলপ্রসূ হবে তা বলার অপেক্ষা রাখে না।”
কলম্বিয়ান গায়িকা নিজেই ইন্সটগ্রামে ‘শাকির বার্ড’এর ছবি পোস্ট করেছেন।