Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
39সারা বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসন এর ভক্তের সংখ্যা অগণিত। তাদেরই একজন বাংলাদেশের খুলনার বিল্লাল। তাঁর চুল ও পোশাকও মাইকেল জ্যাকসনের মতোই। বিখ্যাত সব পপ গানের সঙ্গে খুলনা শহরের রেলিগেট মোড়ে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করে নাচ দেখান তিনি।
শুধু নাচ দেখানোই তাঁর কাজ নয়, এই নাচের ফাঁকে তিনি বিক্রি করেন ঘটি গরম চানাচুর। দুপুরের পর থেকে রেলগেট মোড়ে পপ গানের সঙ্গে তাঁর নাচ দেখতে ভিড় জমায় মানুষ।
এই দর্শকেরাই তাঁর ‘নিউ জ্যাকসন ভাইয়ের ঘটি গরম চানাচুর’ এর ক্রেতা। এভাবে ঘটি গরম চানাচুর বিক্রি করে দিনে প্রায় ৫০০ টাকা আয় হয় বাংলার এই মাইকেল জ্যাকসনের।

ভিডিও দেখতে ক্লিক করুন