খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
সাইফ আলি খান ও সালমান খানের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালেন কারিনা কাপুর খান? দুই খানের খানদানি বন্ধুত্বের সম্পর্ক কি বেগম সাহেবার জন্য ভেঙে যাচ্ছে? এ-ও কি সম্ভব? নিন্দুকেরা এ দাবি করলেও তা উড়িয়ে দিলেন সাইফ।
আসলে দিনকয়েক আগে ছোটে নবাবকে ‘বজরঙ্গি ভাইজান’ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন সল্লু মিঞা। বলিউডে জোর গুঞ্জন চলছিল- কারিনার জন্য নাকি সাইফকে ডেকেছিলেন সালমান। ছবিতে কারিনা অভিনয় না করলে নাকি স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পেতেন না তিনি! এমনিতে তো বাক্যালাপ নেই তাদের। তাই এই খানদানি বন্ধুত্ব নাকি দেখনদারি!
কিন্তু, সে দাবি উড়িয়ে দিয়ে সাইফ জানিয়েছেন, সালমানকে তিনি অনেক দিন ধরে চেনেন। কারিনার সঙ্গে আলাপের আগে থেকেই তাদের পরিচয়। সালমানকে খুব শ্রদ্ধাও করেন তিনি। তাই কারিনা কোনোভাবেই তাদের বন্ধুত্বে বাধা সৃষ্টি করছে না।
এছাড়া অনেক দিন পর ‘ভাইজান’-এর কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি দারুণ খুশি হয়েছিলেন বলেও জানান সাইফ।