খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা: অনেক ত্যাগ তিতিক্ষার পর যারা ট্রেনের আগাম টিকেট পেয়েছেন আজ থেকে শুরু হয়েছে তাদের ঈদযাত্রা। এছাড়া যারা টিকেট পাননি তারাও হয়তো প্রতিবারের মতো বিভিন্নভাবে ঘরে ফেরার চেষ্টা করবে।
রবিবার থেকে শুরু হয়েছে ঢাকা ছাড়ার যাত্রা।
এদিকে ১৬, ১৭. ১৮ ও ১৯ সেপ্টেম্বর যারা আগাম টিকেট কেটেছেন তারা পর্যায়ক্রমে ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ছাড়বেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলে প্রতিদিন সারা দেশে প্রায় ২ লক্ষ ৮০ হাজার যাত্রী বহন করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
৫দিনে আড়াই লক্ষ ঈদের আগাম টিকেট বিক্রি করা হয়েছে।
রাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন পরিচালনা করবে ঈদের আগে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর এবং ঈদের পর ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জে স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ২টি চাঁদপুর স্পেশাল, পার্বতীপু-ঢাকা-পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা স্পেশাল ট্রেন চলাচল করবে।
প্রতিবছর ঈদ এলেই যেন মানুষ হুমড়ি খেয়ে পড়ে টিকেটের পেছনে। কারণ একটাই পরিবারের সাথে মিলিত হওয়া এবং আনন্দ ভাগাভাগি করা। আর এ জন্যই তো এতো কষ্ট করে টিকেট কাটা। এতো কষ্টের পর যখন প্রিয়মুখগুলো দেখতে পায় তখন সব কষ্ট ভুলে যায় টিকেট প্রত্যাশীরা।
টিকেট পাওয়ার পরও ঘরমুখো যাত্রীরা উদ্বিগ্ন হয়ে থাকে ট্রেনের সিডিউল নিয়ে। ট্রেনের সিডিউল ঠিক থাকলে নির্বিঘ্নেই পৌঁছতে পারবে ঘরমুখো মানুষ। আর যদি কোনো কারণে এ সিডিউল গত কয়েক বছরের মতো হয় তাহলে ভোগান্তিতে পড়তে হবে এসব ঘরমুখো যাত্রীদের এমনটাই মনে করছে কমলাপুরে আসা ঘরমুখো যাত্রীরা।