Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

vbnbfdfjdfsfsks,jcfwwrdjerjdfখোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ : বলিউড অভিনেতা সালমান খান, পিতার পরিচয়ে তিনি একজন মুসলিম। কিন্তু নিজেকে শুধু মুসলিম নয়, একজন হিন্দু-মুসলিম বলে মনে করেন সুপারস্টার সালমান খান। নির্দ্বিধায় তিনি বলেন, ‘আমি একজন হিন্দু-মুসলিম। কারণ আমার বাবা মুসলিম ও মা হিন্দু।’

আর সেই হিন্দু-মুসলিম মানুষটি ২০০১ সাল থেকেই গণেশ চতুর্থী পালন করে আসছেন। অবশ্য বোন অর্পিতার আবদার মাথা পেতে নিয়েই গোটা খান পরিবার এ উৎসবে শামিল হয় প্রতিবছর।

সেভাবেই এবছরও সলমন খানের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে মহা ধুমধাম করে গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। বাড়ির আত্মীয়রা ছাড়াও বহু বলিউড সেলেব্রেটি হাজির হয়েছিলেন সলমনের বাড়িতে। নিজের বাড়ির পূজা, সেজন্য সব কাজ ফেলে রেখে অতিথি আপ্যায়নে নিজে হাজির ছিলেন সালমান।

এবার তার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা- সোহা আলি খান, এলি আভ্রাম, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, কুণাল খেমু, সূরজ পাঞ্চোলি, আথিয়া শেট্টি প্রমুখ।