Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
17ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এক শোকবার্তায় উল্ল্যেখ করেন, সত্যিকারের বন্ধু হারালো বাংলাদেশের ক্রিকেট।
২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে ডালমিয়ার অবদানের কথাও উল্ল্যেখ করেন তিনি। বিসিবির সকল পরিচালকদের পক্ষ থেকে ডালমিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাজমুল হাসান।
রোববার (২০ সেপ্টেম্বর) কলকাতার বিএম বিরলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন জগমোহন ডালমিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষের দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত হয় মিনি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে বাংলাদেশকে নির্বাচণ করতে ডালমিয়া কার্যকরী ভূমিকা রাখেন। এছাড়া বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান কখনোই ভোলার নয়।