Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
23তুরস্ক উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি ডিঙি নৌকা ও দেশটির অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফেরির মধ্যে সংঘর্ষে চার শিশুসহ অন্তত ১৩ শরণার্থী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে‍ রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির সংবাদ সংস্থা দোগান জানায়, রোববার দুপুরে ওই ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ ৪৮ জন শরণার্থী ছিলেন। অভিবাসীদের বহনকারী নৌকাটি তুরস্কের কানাক্কালি বন্দর থেকে গ্রিসের লেসবস যাচ্ছিল।
এ ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরো ১৩ জন নিখোঁজের কথা জানিয়েছে রয়টার্স। তবে ওই অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
এর আগে রোববার ভোরে গ্রিসের উপকূলে ৪৬ জন অভিবাসী নিয়ে আরো একটি নৌকাডুবে যায়। কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ওই অভিবাসীদের সবাই সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে রয়টার্স।