খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
আবারও আকাশে উড়তে পারে যাত্রীবাহী সুপারসনিক প্লেন কনকর্ড। এক যুগ আগে ২০০৩ সালের ২৩ অক্টোবর শেষবারের মতো উড়েছিল বিশ্বের প্রথম সুপারসনিক যাত্রীবাহী প্লেনগুলো। কনকর্ডের সাবেক পাইলট, যাত্রী ও ভক্তদের সমন্বয়ে গঠিক যুক্তরাজ্যভিত্তিক ‘ক্লাব কনকর্ড ইন্টারন্যাশনাল’ ২০১৯ সালের মধ্যে অন্তত একটি কনকর্ড প্লেন অবসর থেকে ফিরিয়ে এনে আকাশে উড়াতে চায় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম। এই লক্ষ্যে ক্লাবটি ইতোমধ্যে ১৮ কোটি ৬০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে বলে জানিয়েছে সাইটটি। ২০১৯ সালে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দুই ধাপের পরিকল্পনা করেছে ক্লাবটি। শুরুতে ৬ কোটি ২০ লাখ ডলার বিনিময়ে ফ্রান্সের অরলি এয়ারপোর্টে থাকা একটি কনকর্ড কেনা হবে। যুক্তরাজ্যের টেমস নদীর তীরে বিশেষ নকশার এক প্ল্যাটফর্মে রাখা হবে সেটি। ২৫ ডলারের বিনিময়ে কনকর্ড ঘুরে দেখতে এবং প্লেনের ভিতরে বসেই খাবার খেতে পারবেন পর্যটকরা। পরিকল্পনার দ্বিতীয় ধাপ হল ‘রিটার্ন টু ফ্লাইট’ । এই পর্যায়ে ফ্রান্সের বুগেট এয়ারপোর্টে থাকা আরেকটি কনকর্ড কেনা হবে। এটি লন্ডন থেকে মোনাকো বা সমান দুরত্বের অন্য কোনো রুটে প্রাইভেট প্লেন হিসেবে সেবা দেওয়া শুরু করবে। ২০১৬ সালের মধ্যে পরিকল্পনার প্রথম ধাপ আর ২০১৯ সালে কনকর্ডের অর্ধশত বার্ষিকীতে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পরিকল্পনা করেছে ক্লাব কনকর্ড ইন্টারন্যাশনাল। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে আরেকটি চার্টার কনকর্ড চালু করতে পারে সংগঠনটি।