Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
65লস এঞ্জেলসে অনুষ্ঠিত এ বছরের এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ধারাবাহিকের পুরষ্কার জিতে নিলো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়তা পাওয়া টিভি ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’। কাল্পনিক এই ধারাবাহিকটি আরো পুরষ্কার জিতেছে কাহিনী ও পরিচালনা ক্যাটাগরিতেও। সেই সঙ্গে এ বছরের সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার জিতে নিয়েছেন গেম অব থ্রোনসে টাইরন ল্যানিস্টারের ভূমিকায় অভিনয় করা পিটার ডিঙ্কলেজ। এইচবিও’র ধারাবাহিক এই কল্পকাহিনীটি গত ৫ বছর ধরে টেলিভিশনে চলছে এবং এবছর ৫ম মৌসুম এরই মধ্যে প্রদর্শন শেষ হয়েছে। টিভি ও চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট আইএমডিবিতে কাল্পনিক এই কাহিনীচিত্রটির রেটিং রয়েছে ১০ এর মধ্যে ৯.৫। টেলিভিশন অনুষ্ঠানের সবচাইতে সম্মানজনক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয় এই এমি অ্যাওয়ার্ডকে। এটি চলচ্চিত্রের অস্কার কিংবা সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ডের সমতুল্য। আরো যারা পুরস্কার পেলেন: ভায়োলাই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা যিনি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য এমি অ্যাওয়ার্ড পেলেন। কমেডি ধারাবাহিক ক্যাটাগরিতে সেরার পুরষ্কার জিতেছে রাজনৈতিক কমেডি ‘ভিপ’।