খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
এবার প্রযুক্তির ছোঁয়া লেগেছে কোরবানির পশুর হাঁটেও। বিভিন্ন ই-কমার্স সাইট কোরবানি উপলক্ষ্যে অনলাইনে পশু কেনা-বেচা সহজ করতে চালু করছে আলাদা পেইজ, ক্যাটেগরিসহ নানা সেবা। চালু হয়েছে কেবল কোরবানির পশুর হাটবিষয়ক ওয়েবসাইটও। কোরবানির পশুর হাট সংক্রান্ত ওয়েবসাইট হাটেরগুরু ডটকম (যধধঃবৎমঁৎঁ.পড়স) দাবী করছে বাংলাদেশের প্রথম অনলাইন গরুর হাট হিসেবে। এই ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা কোরবানির হাট ও পশু সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন। সাইটটির কর্তৃপক্ষ এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যবহারকারীরা বাংলাদেশের সকল বিভাগ থেকে হাটের লাইভ আপডেট পাবেন। ওয়েবসাইটটিতে পাওয়া যাবে বিভিন্ন গরুর হাটের তাৎক্ষণিক খবর, বিক্রেতা ও ক্রেতাদের মতামত। কোরবানির পশু নির্বাচন, কোরবানির পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে উট কোরবানির প্রক্রিয়া সংক্রান্ত পরামর্শ আছে ওয়েবসাইটটিতে। ‘হাসিল ক্যালকুলেটর’-ও আছে ওয়েবসাইটটিতে, যা তাৎক্ষনিক হাসিলের সঠিক হিসাব দেবে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো অনলাইন কোরবানির হাট চালু করেছে ই-কমার্স ওয়েবসাইট ‘এখনই ডট’। সাইটটি থেকে ক্রেতারা কোরবানির পশু কিনতে পারবেন ঘরে বসে। গরুর মোটাতাজাকরণে কোনো নেতিবাচক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এমন পশু সরবরাহ করার জন্য বিশেষ সতকর্তা অবলম্বন করা হয়েছে বলে দাবি করা হয়েছে সাইটটির পক্ষ থেকে। আর মধ্যসত্ত্বভোগীদের এড়িয়ে সরাসরি কৃষক বা খামার থেকে কেনায় সাইটটিতে পশুর দামও তুলনামূলক কম বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্লাসিফাউড বিজ্ঞাপনের সাইট ‘এখানেই ডটকম’-এর হোম পেইজে যোগ হয়েছে ‘কোরবানির অনলাইন হাট’ ব্যানার। ব্যানারে ক্লিক করে ব্যবহারকারী সরাসরি চলে যেতে পারবের কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য পোস্ট করা বিজ্ঞাপনের তালিকায়। স্থ্যান, মূল্য ইত্যাদি ফিল্টারের ভিত্তিতে নিজের প্রয়োজন ও চাহিদা মতো কোরবানির পশু খুঁজে নিতে পারবেন ক্রেতারা।