Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
95আগামী ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। ছবিটি মুক্তি দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা নীল নক্ষত্র এন্টারটেইনমেন্ট। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন আইরিন ও আরজু। ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, ‘ছবিটি সবারই ভালো লাগবে। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। ছবির প্রেজেন্টেশনকে তাঁরা সাধুবাদ জানান।’ ছবির নায়ক আরজু বলেন, ‘এই ছবির মধ্যে আমাদের অনেক সাধনা যুক্ত। আমি আমার সর্বোচ্চ দিয়ে ছবিটা করেছি। এখন সবাই ছবিটি গ্রহণ করলে আমাদের কষ্ট সার্থক হবে। ছবির গল্প একদমই টিনএজারদের নিয়ে। ছবির গল্পে দেখা যাবে, আমি বাউণ্ডুলে একটা ছেলে। প্রেম করি, এনজয় করি, কিন্তু কোনো দায়িত্ব নিতে ইচ্ছা করে না। এড়িয়ে যেতে চাই। এমনি একটা গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মা-বাবা, ভাইবোন নিয়ে সবাই এই ছবি দেখতে পারবেন। সবাই উপভোগ করবেন।’ আরজু ও আইরিন ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। ছবির চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনা করেছেন সবুজ খান। ছবিতে মোট ছয়টি গান রয়েছে। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী, মোহনা। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শামীম আলম। ছবিটির কারিগরি সহযোগিতায় আছে সিনেমাওয়ালা। ঈদের পরপরই ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।