খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
ব্যক্তিগতভাবে তিশার অভিনয়ের আমি অনেক ভক্ত। ওর সঙ্গে আমার কাজের বোঝাপড়াও অনেক ভালো। ২০১৩ সালে ‘বীরকন্যা’ নাটকটি নির্মাণ করার আগে চরিত্রের জন্য তিশার কথাই সর্বপ্রথম আমি ভাবি। এর পর তিশাকে নিয়েই নাটকটি নির্মাণ করি। সেই থেকে শুরু। প্রথম কাজে তিশার অভিনয়ে আমার মুগ্ধতা বেড়ে যায়। যেহেতু আমি নারীপ্রধান চরিত্র নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি, তাই এর পর থেকে টানা তিন বছর শুধু তিশাকে নিয়েই আমি কাজ করছি। ভবিষ্যতেও কাজ করব,” কথাগুলো বলছিলেন পরিচালক সুমন আনোয়ার।
দুই বছর ধরে প্রতি ঈদে তিশাকে নিয়ে পর্যায়ক্রমে ‘রাতারগুল’, ‘কালাগুল’ শিরোনামে সিরিজ নাটক নির্মাণ করে আলোচনায় আসেন পরিচালক সুমন আনোয়ার। এবার ঈদ উপলক্ষেও তিনি নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘গুলবাহার’। নামভূমিকায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তিশা। নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুল রহমান বাবু, ইরেশ যাকের ও নিশো। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে ‘গুলবাহার’ টেলিফিল্মটি প্রচারিত হবে। আর এই টেলিফিল্মের মাধ্যম্যে ‘গুল’ সিরিজের নাটক শেষ করতে যাচ্ছেন বলে জানান পরিচালক সুমন আনোয়ার। নাটকটির শুটিং তিনি মানিকগঞ্জে করেছেন।
এ প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘মানিকগঞ্জে নাটক বানানোর একটা সুবিধা আছে। কারণ একই জায়গায় মসজিদ, মন্দির, রাজপ্রাসাদ, নদী সবই একসঙ্গে পাওয়া যায়।’
শুধু নারীপ্রধান চরিত্র নিয়ে কেন নাটক নির্মাণ করেন? এ প্রশ্ন করতেই সুমন আনোয়ার বলেন, ‘অবচেতন মনে নারীদের আমি সব সময় সুপার হিরো ভাবি। তাঁদের অনেক সম্মান করি। সেই বোধ থেকে আমার নাটকের প্রধান চরিত্রগুলো নারী হয়।’