খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ ,লাইফস্টাইল ডেস্ক:ঈদের বেশী দিন বাকি নেই কিছু দিন পরেই ঈদ তাই বিউটি পার্লারগুলোতে ভিড় বাড়ছে। ঈদের আগেই যারা ব্লিচ করার কথা ভাবছেন আবার ভিড়ের ভেতর যেতে চাচ্ছেন না। তারা পার্লারের কাজ ঘরেই করতে পারেন। যা যা লাগবে তা নিচে দেওয়া হলঃ
যা যা লাগবে:
১। এক টেবিল চামচ লেবুর রস।
২। এক টেবিল চামচ দুধ।
৩। এক টেবিল চামচ মধু।
৪। এক চিমটি হলুদ বাটা।
কীভাবে ব্লিচ করবেনঃ
প্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিন। তারপর লেবুর রস মেশান। হলুদ বাটা দিয়ে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন। এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল গোল করে পুরো মুখে ম্যাসেজ করে লাগিয়ে নিন। মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। দশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে ফেলুন। এবার ফেস টাওয়াল দিয়ে আলতো করে মুখ মুছে নিন। মুখ ভালোভাবে না শুকানো পর্যন্ত কোন কসমেটিকস ব্যবহর করবেন না।