Tue. Sep 16th, 2025
Advertisements

fgklfgdfgmklrgklsdmkleখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ : মডেল ও অভিনেত্রী স্বাগতার বিয়ের অনুষ্ঠান আগামীকাল বুধবার। বর রাশেদ জামানের সঙ্গে চলতি বছরের মে মাসে আংটি বদল করেছিলেন।

সে সময়েই স্বাগতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল কোরবানির ঈদের আগেই তারা বিয়ের কাজটিও সেরে ফেলবেন। সে অনুযায়ী বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

স্বাগতা জানান, এটা শুধু আকদ অনুষ্ঠান আগামী বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকতা হবে। ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হচ্ছে। বাগদানের সময়ই পরিকল্পনা ছিল, কোরবানি ঈদের আগে বিয়েটা হবে। সে অনুযায়ী এ আয়োজন করা হচ্ছে। এরপর বন্ধু-স্বজনদের নিয়ে আরও বড় আয়োজন করব।

রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। সমপ্রতি তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন।