Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
39ঈদ করতে বাড়ি ফেরা প্রায় চার হাজার যাত্রী নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলিয়া নদীতে আল ওয়ালিদ-২ নামে পটুয়াখালীগামী একটি লঞ্চ আটকা পড়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি রাত আড়াইটার দিকে আটকা পড়ে। লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল বলে জানা গেছে। বুধবার সকাল পর্যন্ত লঞ্চটি আটকা পড়ে আছে বলে জানা গেছে। এদিকে দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছে লঞ্চের যাত্রীরা। এরই মধ্যে শেষ হয়ে গেছে খাবার ও খাওয়ার পানি। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি চরমে উঠেছে। খাবারের অভাবে শিশুরা কান্নাকাটি করছে। এবিষয়ে জানতে চাইলে মেহেদীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দে বলেন, একটি লঞ্চ আটকা পড়েছে এমন একটি সংবাদ শোনেছি।