খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ ফ্রি ওয়াইফাই হটপট ইন্টারনেট জোন স্থাপন করা হবে। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের দরিদ্র মেধাবীরা ইন্টারনেটের সুবিধা ভোগ করে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।’ জেলার সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় বুধবার সকালে তিনি এসব কথা বলেন। সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানার সভাপতিত্বে আলোচসা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।