Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
48অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৮তম আসরে বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ৮৮তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া সমন্বয়ক হিসেবে কাজ করেছেন রবিন শামস। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘জালালের গল্প’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। ছবিটি মুক্তি পায় গত ৪ সেপ্টেম্বর। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস ও অনেকে। আর নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ড।