Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
49রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিটি আগামী ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে। এরই মাধ্যমে দর্শকের সামনে আবারো হাজির হচ্ছে নায়িকা পরী মণি ও শাহ রিয়াজ জুটি, সঙ্গে আছে পরী মণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এর দুই নায়কের এক নায়ক জায়েদ খান। বেশ কয়েকবার সেন্সর বোর্ডে আটকে গেলেও এবার সব বাধা কাটিয়ে, প্রয়োজনীয় সম্পাদনা শেষে মুক্তি পাচ্ছে ‘নগর মাস্তান’। নায়ক শাহ রিয়াজ বলেন, “ছবিতে আমিই আসলে নগর মাস্তান। পরির সঙ্গে আমার প্রথম ছবি ‘পাগলা দিওয়ানা’ যখন মুক্তি পেল, তখন পরিচালক রাকিব স্যার আমাদের কাছে ছবির প্রস্তাবটি নিয়ে আসেন। গল্প শুনে ভালো লাগে। ফুল অ্যাকশন ও রোমান্টিক একটা ছবি। আর নায়িকা পরীর সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। তার সঙ্গে আমার রসায়নটা ছিল দারুণ। আমরা ভালো বন্ধু, যে কারণে কাজটি অনেক ভালো হয়েছে। পরী সহশিল্পী হিসেবে ভালো। আর একজন ভালো সহশিল্পী ছাড়া আপনি ভালো অভিনয় করতে পারবেন না। এই ছবিতে আমাদের কেমিস্ট্রি দর্শক উপভোগ করবে। দর্শককে বলব, এর আগের ছবিটা ছিল প্রেমের ছবি আর এবারের ছবিটি অ্যাকশনধর্মী। দর্শক নতুন আরেক শাহ রিয়াজকে দেখতে পাবে। আশা করি, দর্শককে ভালো একটা ছবি উপহার দিতে পারব।’ ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন পরী মণি, জায়েদ খান ও শাহ রিয়াজ। এ ছাড়া আরো আছেন সাগর, নবাগত তিতান চৌধুরী ও মিজু আহমেদ। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম।