Mon. Jul 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
57মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি ৪ ছাত্রীর মধ্যে ১ জন যৌন হয়রানির শিকার বলে নতুন এক গবেষণায় জানা গেছে। খবর এএফপির। পূর্ববর্তী গবেষণায় যারা যৌন হয়রানির শিকার হয়েছেন এই গবেষণা তাদের সহযোগিতা নিয়ে করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিস সোমবার নতুন এ গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় বলা হয়, আন্ডার গ্রাজুয়েট অবস্থায় শতকরা ২৩.১ শতাংশ ছাত্রী যৌন হয়রানির শিকার হচ্ছে। এদিকে তৃতীয় লিঙ্গধারীদের যৌন হয়রানির শিকারের হার শতকরা ২৯.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ওপর এ গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, ইয়েল, মিসিগ্যান এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির হার সবচেয়ে বেশি।