খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন,‘আপনি আন্তর্জাতিক আদালতে বিচার পাবেন না, বিচার পাবেন শেখ হাসিনা। কারণ আপনি এবং আপনার ছেলে জঙ্গিদের উত্থান করেছেন, বাংলা ভাই তৈরি করেছেন। মানবের সঙ্গে দানবের লড়াইয়ে মানব জেতে, দানব জেতে না। তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর নালিতাবাড়ী ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণকালে এসব কথা বলেন । মন্ত্রী আরও বলেন,‘২০১০ সালে বাংলাদেশে আইলা হয়েছিল। আমরা নিজেরাই মোকাবেলা করেছি। বিদেশে হাত পাতিনি ।’ এ সময় মন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল , পুলিশ সুপার মেহেদুল করিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গরীব দু.স্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন।