খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণের দোহাই দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় সরকারের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ এক বিবৃতিতে বলেন, সরকারের জারি করা এ আদেশ ধর্মপ্রাণ মুসলমানদের ভোগান্তি ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন,ধর্মপ্রাণ মুসলমানরা স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন। প্রতি বছর সিটি করপোরেশন ও পৌরসভা জনগণের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি দায়িত্বের সঙ্গেই করে আসছে। এ বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণের দোহাই দিয়ে সরকার নির্দিষ্ট স্থানে পশু কোরবানীর যে আদেশ জারি করেছে তাতে মুসলমানদের দুর্ভোগ ও বিড়ম্ভনা সৃষ্টি করবে। ফলে মুসলমানদের ঈদুল আজহার আনন্দ ম্লান হয়ে যাবে। তিনি বলেন,মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করতে বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে সরকার পরিবেশ দূশণের দোহাই দিয়ে নতুন আইন জারির কারন জনগণের কাছে বোধগম্য নয়। অধিকাংশ লোক জানেই না কোথায় কিভাবে পশু কোরবানী করতে হবে। নির্দিষ্ট স্থানে লোকেরা কিভাবে মাওলানা, মৌলভী ও কসাই নিয়ে যাবে?পশু জবাই করা,চামড়া ছোলা ও গোশত কাটার জায়গারইবা সংকুলান হবে কিভাবে? এ আদেশ জারি করে সরকার কোরবানী দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দাবি করে এ জামায়াত নেতা বলেন,সরকারের জারি করা এ আদেশ প্রকারান্তরে মুসলামনদেরকে পশু কোরবানী করার ব্যাপারে নিরুৎসাহিত করবে। তাই ইসলামী বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণের সুবিধার্থে পশু জবাই করার এ গণবিরোধী আদেশ প্রত্যাহার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।