খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
নিজের পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’-এর প্রথম ঝলক টুইটারে প্রকাশ করে বেশ বিপদেই পড়েছেন আমির খান। পোস্টারে কর্দমাক্ত আমিরের মুখ নিয়ে কৌতুকের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টারে দেখা যাচ্ছে কাঁদা থেকে উঠে এসেছে আমিরের মুখ। এই সিনেমায় আমির অভিনয় করছেন কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায়। পোস্টারে কাঁদার ব্যবহার করা হয়েছে সে কারণেই। কিন্তু এ নিয়ে মজা করতে ছাড়ছেন না টুইটার ব্যবহারকারীরা। কানন গিল নামের একজন লিখেছেন, “আমার মনে হয়, আমির খানের মুখ আমার চকোলেট আইসক্রিমে।” রাজ শেখর নামের একজনের টুইট, “ ত্রিশ মিনিট বৃষ্টির পর প্রতিটি ভারতীয় রাস্তার যে হাল হয়, ‘দাঙ্গাল’-এর পোস্টার ঠিক সে রকম।” তুহিন নামের আরেকজনের টুইট, “কোন মেইক আপ নেই। শুধুই মুলতানি মাটি।” বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে আমির বেশ কয়েকবারই টুইটারে ঠাট্টার বিষয়বস্তু হয়েছেন। এবারও উঠে এল সেই প্রসঙ্গ। ইশান নামের একজনের টুইট, “ ‘দাঙ্গাল’ হলো সেই সিনেমা, যেটা দেখে আমির খান বাদে সবাই কাঁদবে।” আরেকটি টুইটে বলা হয়েছে, “ ‘দাঙ্গাল’-এর পোস্টারের সবচেয়ে ভাল দিক হল, আমির এখানে কাঁদছেন না।” আরেকটি টুইটে তো আমিরের চোখ থেকে বড় বড় অশ্র“র ফোঁটা এঁকে ক্যাপশনে বলা হয়েছে, “পোস্টারটিকে আরেকটু বাস্তবসম্মত করা হল।” নিজেকে নিয়ে কৌতুকে অবশ্য বেশ মজাই পান আমির। এর আগে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষের এই বাড়তি মনোযোগ উপভোগই করেন তিনি। “আমি সবগুলো কৌতুক পড়েছি। আমি এগুলো পড়ছিলাম আর হাসছিলাম। এখন সবগুলো মনে পড়ছে না, তবে বেশ কিছু ভাল কৌতুক ছিল এর মধ্যে। এই বাড়তি মনোযোগ আমি বেশ উপভোগ করেছি।” ‘দাঙ্গাল’-এর শুটিং এখন চলছে লুধিয়ানাতে। ২০১৬ সালের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।