Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
82গত সপ্তাহে কলকাতায় রিলিজ পেল নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘আশিকি’। বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে ঈদের দিন। র আগেই বলিউডের ‘গাওয়াহ : দ্য উইটনেস’-এ চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় নুসরাত ফারিয়া। ভারতের ‘টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে ফারিয়া বলেছেন প্রথম ছবির নায়ক অঙ্কুুশ হাজরার সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে-‘ও আমার ভালো বন্ধু। কলকাতা টাইমসের ফটোশুটের জন্য বাংলাদেশ থেকে আসছিলাম। অঙ্কুশ সেটা জানতে পেরে সকালেই ফোন করল, ঠিকঠাক পৌঁছালাম কি না নিশ্চিত হওয়ার জন্য।’ পাশাপাশি আরো বলেছেন প্রথমবারের মতো ছবিতে অভিনয় আর টালিউডে কাজ করার অভিজ্ঞতার কথাও, ‘শুটিং হয়েছিল স্কটল্যান্ডে। সে সময় বেশ ভড়কে গিয়েছিলাম। একে তো বাংলাদেশ থেকে এসেছি, তার ওপর টালিউডের কাউকে তেমন একটা চিনিও না। কিন্তু কেউ বুঝতেই দেয়নি এই জগতে আমি একেবারেই আনকোরা। ছবি মুক্তির পরও এখানকার সবাই আমাকে আপন করে নিয়েছেন’। জানালেন পড়াশোনা সম্পর্কে। অভিনয়ের পাশাপাশি বিবিএটাও শেষ করতে চান তিনি।