খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫

পশ্চিম বঙ্গের ক্রিকেট প্রশাসনে কে হবেন জাগমোহন ডালমিয়ার উত্তসূরি- প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেই জায়গায় সৌরভ গাঙ্গুলিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে তার অভিজ্ঞতার অভাবের কথাই ঘুরেফিরে আসছে সামনে। সেই প্রশ্নের সমাধান খোঁজতে প্রদেশের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বুধবার আলোচনা করেছেন গাঙ্গুলি। ধারণা করা হচ্ছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) পরবর্তী প্রেসিডেন্টের পদটি তিনিই পেতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদই প্রকাশিত হয়েছে। ভারত জাতীয় দলের অধিনায়ক পশ্চিম বঙ্গে ‘দাদা’ খ্যাত গাঙ্গুলি আপাতত সিএবির যুগ্ম-সম্পাদক হিসেবে কাজ করছেন। গত বুধবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের কিংবদন্তিতুল্য জাগমোহন ডাল মিয়া পরলোক গমন করেছেন। তার অনুপস্থিতিতে বাংলার ক্রিকেটে প্রশাসক শূন্যতা দূর করতেই ভূমিকা রাখতে হচ্ছে গাঙ্গুলিকে। সিএবির প্রশাসক সূত্রে এনডিটিভি জানিয়েছে, সোমবারই নাকিমমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে প্রধান প্রশাসকের পদটি নিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে ১২১টি ইউনিটের সমর্থন পেতে হবে গাঙ্গুলিকে। যেখানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআিই) দুই প্রশাসক চিত্রাক মিত্র ও গৌতম দাস গুপ্ত এই পদটির দিকে তাকিয়ে রয়েছেন। এই নির্বাচনে ৯৪টি ক্লাব, ১৮টি জেলা, ৮টি বিশ্ববিদ্যালয় এবং একটি অফিস স্পোর্টস ফেডারেশন ভোট দেবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ও জেলার ভোট রাজনৈতিক প্রভাবে নিতে পারলেও ক্লাবগুলো মতামতের ক্ষেত্রে স্বাধীন।