Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
35করিম বেনজেমার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় নিজেদের পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে আতিথ্য নেওয়া রাফায়েল বেনিতেজের শিষ্যরা ২-১ গোলের জয় পায়। রিয়ালের হয়ে এ ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন নাভাস, কারভাজাল, পেপে, ভারানে, মার্সেলো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ইসকো, কোভাচিচ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা। বেনিতেজ তার শিষ্যদের ৪-২-৩-১ ফরমেশনে খেলান। খেলার ১৯তম মিনিটে প্রথম গোলটি করেন ফরাসি তারকা বেনজেমা। স্বাগতিকদ সান জোসে বল নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে সে সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন বেনজেমা। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আতিথ্য নেওয়া রিয়াল। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে বিলবাও। স্বাগতিকদের গোল করে সমতায় ফেরান স্যাবিন। সুসায়েতার অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। তবে, ফের লিড নিতে বেশি সময় লাগেনি রিয়ালের। ম্যাচের ৭০ মিনিটে ইসকোর সহায়তায় গোল করেন বেনজেমা। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় লা গ্যালাকটিকোরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৫ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ১৩ পয়েন্ট। টেবিলের শীর্ষেই রইল রোনালদো বাহিনী।