খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য বুধবার ২৬ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। জেরার্ড টাটা মার্টিনোর এই দলে রাখা হয়নি কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিস করা গঞ্জালো হিগুয়েনকে। আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাউলো দাইবালা আর কার্লোস তেভেজরা। প্রথমবারের মত ডাক পেয়েছেন দাইবালা। এছাড়া ২০ বছর বয়সী অ্যাঞ্জেল কোরেরাকেও দলে নেয়া হয়েছে। দলে ডাক পেয়েছেন রিভার প্লেটের মিডফিল্ডার মাতিয়াস। আর্জেন্টিনার স্কোয়াড: গোলরক্ষক: নাহুয়েল গুজমান, অগাস্টিন মার্চেসিন ও সার্জিও রোমেরো। রক্ষণভাগ: মিল্টন কাসকো, মার্টিন ডেমিচিলিস, রামিরো ফানেস মোরি, ইজেকুয়েল গ্যারে, ইমানুয়েল ম্যাস, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, ফাকুন্দো রনকাগলিয়া ও পাবলো জাবালেতা। মাঝমাঠ: এভার বানেগা, লুকাস বিগলিয়া, মাতিয়াস, জাভিয়ের মাসচেরানো, জাভিয়ের পাস্তেরো, রবার্তো পেরেইরা ও এনজো পেরেজ। আক্রমণভাগ: সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল কোরেরা, ডি মারিয়া, পাওলো দাইবালা, নিকোলাস গাইতান, ইজাকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি ও কার্লোস তেভেজ।