Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
38প্রথম ইনিংসে যা তা, দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার এনামুল হক বিজয়ের ঝড়োগতির ব্যাটিং এবং শুভাগত হোমের অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়েছে ৩০৯ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের সামনে লক্ষ্য দাঁড়াল ১৮১ রান। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে লিটন দাস (৫০) আর শুভাগত হোম চৌধুরির (৫৫) হাফ সেঞ্চুরির কল্যানে মুমিনুলরা অলআউট হয় ১৫৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের বোলারদের ঘূর্ণির মুখে পড়ে দ্রুত উইকেট হারাতে থাকে কর্নাটক। ১০০ রানেই ৬ উইকেট হারায় তারা। তবে শিশির ভভানি আর সুচিথের ১২৭ রানের জুটির কল্যাণে ঘুরে দাঁড়ায় কর্ণাটক। ৮৮ রান করেন শিশির। ৪১ রান করেন সুচিথ। অষ্টম উইকেটে ব্যাট করতে নেমে উদিৎ প্যাটেল করেন ৪০ রান। শেষ পর্যন্ত ২৮৭ রানে অলআউট হয় কর্ণাটক। ১২৯ রানের লিড দাঁড়ায় বাংলাদেশের সামনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় আর লিটন দাসের ব্যাটে ভর করে লিড পায় বাংলাদেশও। ৮৭ বল খেলে ৮৯ রান করে আউট হন এনামুল হক বিজয়। ১৫ রান করেন অপর ওপেনার রনি তালুকদার। ২২ রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক। এরপর মিডল অর্ডারের দৃঢ়তায় বাংলাদেশ ‘এ’ দলের রান আরও বাড়তে থাকে। ৩৮ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। সৌম্য সরকার করেন ৪৩ রান। নাসির হোসেন আউট হন ৬১ বলে ৪৪ রান করে। শুভাগত হোম তো ৫০ রানে অপরাজিতই থাকেন। আগেরদিনের ৩ উইকেটে ১৮৮ রান থেকে বাকি ৭ উইকেট হারিয়ে আজ নাসির-শুভাগতরা যোগ করেন আরও ১২১ রান। কর্ণাটকের পক্ষে একাই ৬ উইকেট নেন সুচিথ।