Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
45ঈদের দিন সকালটা কাটবে নিজের বাড়ি, নেত্রকোনায়। যতটা না পারিবারিক বিষয়, তার চেয়ে বেশি সামাজিকতার কারণে। উৎসব উপলক্ষে এলাকার মানুষ আমার সান্নিধ্য চায়। এটা আমি বেশ উপভোগ করি। এ দিন এতিমদের খাওয়াতে পছন্দ করি। আর আর্থিক সহযোগিতা করতেও ভাল লাগে।’— ঈদের দিনের পরিকল্পনা নিয়ে কথাগুলো বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। ঈদের সকালটা মা-বাবার ভিটায় কাটলেও দুপুরের আগেই ৪০ মিনিটের রাস্তা পাড়ি দিয়ে ছুটতে হবে শ্বশুরবাড়িতে, ময়মনসিংহে। বিয়ের পর থেকে এভাবেই কাটছে তার ঈদ। শ্বশুরবাড়ি কাছাকাছি হওয়ায় বিশেষ ‍সুবিধে হয়েছে। এখানেও নিজের বাড়ির মতো আতিথেয়তায় ব্যস্ত থাকবেন। শাশুরির হাতেই সংসারের কৃর্তৃত্ব, ন্যানসি সামলান অন্য দিকগুলো। ন্যানসি বলেন, ‘কোরবানির ঈদের চেয়ে রোজার ঈদ বেশি জাকজমকপূর্ণ মনে হয় আমার কাছে। এই ঈদে রান্না-বান্না করতে করতেই সময় চলে যায়। রোজার ঈদে আসলে ঘোরাঘুরি করা যায়। আর এখন ঈদ মানে সন্তানদের হাসিমুখ। ওদের আনন্দই আমার আনন্দ।’ এ দিকে ঈদ উপলক্ষে টেলিভিশন কিংবা মঞ্চের সরাসরি গাইতে দেখা যাবে না ন্যানসিকে। তিনি বলেন, ‘ঈদের ভিড়ের মধ্যে গান করতে ইচ্ছে হয় না। তাছাড়া পরিবার-পরিজনকে ছেড়ে অনেকবারই ঈদ করেছি। এখন আর না। তাই ইচ্ছে করেই ঈদের শো গুলো ছেড়ে দিই।’ তবে ন্যানসির ভক্তদের হতাশ হওয়ার কারণে নেই। রেকর্ডেড দুটি টিভি অনুষ্ঠানে দেখা যাবে তাকে। ন্যানসি জানান, এর মধ্যে একটি আড্ডার অনুষ্ঠান। অন্যটিতে দুটি পুরনো গান নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন তিনি। আড্ডার অনুষ্ঠান ‘তারার সাথে’ প্রচার হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, ঈদের পরদিন (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায়। অনুষ্ঠানটি ন্যানসির কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ এতে অতিথি পর্বে উপস্থিত ছিলেন ন্যানসির বাল্যবন্ধু ফারহানা লতিফ ফ্লোরা। তিনিও গান করেন। ন্যানসি চান ফ্লোরা নিয়মিত গান করুক। অন্যদিকে চ্যানেল নাইনের ফিউশন লাউঞ্জ অনুষ্ঠানে নিজের গাওয়া জনপ্রিয় দুটি গান গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী শিল্পী ন্যানসি। এগুলো হল ‘মনের ভিতর’ ও ‘দ্বিধা’। এছাড়া ঈদ উপলক্ষে প্রকাশিত একাধিক মিশ্র এ্যালবামে থাকছে ন্যানসির গাওয়া গান। শিল্পী জানান সব এ্যালবামের খোঁজ তিনি পাননি। মিলনের দ্বিতীয় একক ‘ডানা কাটা পরী’ এ্যালবামে ন্যানসি গেয়েছেন শিরোনাম গান। অন্যদিকে অয়ন চাকলাদার ফিচারিং মিশ্র এ্যালবাম ‘দুই পৃথিবী’তেও থাকছে তার গাওয়া গান। এ্যালবাম দুটি বাজারে ছেড়েছে সিডি চয়েস। এ ছাড়া সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ‘ভ্রমর’ ও ‘অঙ্গার’ চলচ্চিত্রের গানে। প্রথমটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। দ্বিতীয়টি গানটি ফোক ধাঁচের। লিখেছেন শাহ আলম সরকার, সুর করেছেন ইমন সাহা।