Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
10জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রী পরিষদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রণ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেস ইমাম মাওলানা মিজানুর রহমান।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, এবার ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে ৮৪ হাজার পুরুষ মুসল্লি ও পাঁচ হাজার নারী মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, ওজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়।
এছাড়া ১৪০টি কলে মুসল্লিদের ওযুর ব্যবস্থা করা হয়। ৪৫০টি টিউবলাইট ও এক হাজার সিলিং ফ্যান লাগানো হয়। জায়নামাজ বিছানো হয় ৩০টি। মুসল্লিদের ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা করা হয়।