Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
55ঈদে বাড়ি যাওয়ার মতো কোনো টাকা-পয়সা না থাকায় নাজমা বেগম নামে এক গৃহবধূ অভিমানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নাজমার স্বামী রাজমিস্ত্রির সহকারী মানিক মিয়া বলেন, ‘আড়াই বছরের এক ছেলেসহ তাদের তিনজনের সংসার। সামান্য আয়ে সংসার চলে না। ঈদে বাড়ি যাওয়ার মতো কোনো টাকা-পয়সা হাতে ছিল না। তাই এবার গ্রামের বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নেই। বিষয়টি বউ মেনে নিতে পারেনি।’
মানিক আরও বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে ঘরে রেখে মালিকের কাছে পাওনা টাকা আনতে যাই। সেখান থেকে ফিরে দেখি নাজমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।’
সোহরাওয়ার্দী জানান, ‘নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আছমিতা গ্রামে। তার বাবার নাম জালাল উদ্দিন। তার অভিভাবকদের আসার জন্য খবর দেয়া হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে।’