খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ঈদের দিন রাতে ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় ছাত্রলীগকে কঠোর হুশিয়ারি দিয়েছে ছাত্রদল। একই সঙ্গে এ্ই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি। শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুশিয়ারি দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান। ছাত্রদলের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ঈদের দিন রাতে আবদুর রাজ্জাককে চেয়ারম্যান বাজার এলাকায় ধরে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেধে নির্মমভাবে পিটায় স্থানীয় ছাত্রলীগ। তারপর ইট দিয়ে তার পুরো শরীর থেতলে দেয় তারা। রাজ্জাককে উদ্ধার করে রাত ২টায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে ততক্ষণে তার মৃত্যু ঘটে। নেতৃদ্বয় বলেন, পুরো দেশে এখন ৭৫পূর্ববর্তী অবস্থা বিরাজ করছে। সারাদেশে এখন আইনের শাসনের পরিবর্তে আওয়ামী শাসন চলছে। মানুষের জান-মালের নিরাপত্তা এবং সুস্থ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা এই দেশে এখন সুদুর অতীতের গল্প। সারাদেশে বিরোধী দল ও মতের মানুষের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অন্যায়, অত্যাচার যে কোন সময়ের তুলনায় এবার সীমা ছাড়িয়ে গেছে। নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ এখন গণতন্ত্রহীন এই দেশে গণবাহিনীর ভূমিকায় অবর্তীন হয়েছে। তারা পাক বাহিনীর কায়দায় নিজ দেশের মানুষের উপর নির্মম অত্যাচারের খেলায় মেতে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তানিরা অত্যাচার, নির্যাতন করে এই দেশকে তাদের দখলে রাখতে পারেনি, তেমনি আওয়ামী লীগও ছাত্রলীগ গুন্ডাদের দিয়ে অন্যায়-অত্যাচার চালিয়ে কোনভাবেই দেশেকে বেশীদিন নিজেদের কব্জায় রাখতে পারবে না।