Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
19ঈদ মানেই হাসির নাটক। এমন একটি প্রচলন অনেক বছরের। তবে ইদানিং বেশ সিরিয়াস নাটকও ঈদ উৎসবে নতুন মাত্রা যোগ করে। তবুও ঈদ মানেই হাসির নাটকের আধিপত্য। ঈদের ৩য় দিনে প্রচার সম্ভাব্য তেমনই কিছু মজার নাটক-টেলিছবির খবর তুলে ধরা হলো। মোশাররফ করিম-তানিয়া আহমেদ নাসের ভাই ও তার শিষ্যরা মিলে পাঁচজন। নাসেরকে পেশাদার ও শিক্ষিত অপহরণকারী বলা হয়। তার প্রধান শর্ত সে খারাপ মানুষকে অপহরণ করবে, ভালো মানুষকে নয়। কাউকে মারবে না। তার কাজ শুধু নিজ দায়িত্বে পার্টিকে কিডন্যাপ করে একটা সময় পর্যন্ত আটকে রাখা। নাটকের নাম ‘নাসের গ্যং ০০৯’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, শখ প্রমুখ। জ্যোতিকা জ্যোতি-হাসান মাসুদ শান্ত ও খবির সম্পর্কে শালা-দুলাভাই। তারা দুজন এক অফিসে চাকরি করে এবং একই বাসায় থাকে। প্রতিনিয়তই রান্নাবান্না নিয়ে তাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। অফিসে ভাত সাপ্লাই করে এক সুন্দরী। এ নিয়ে শুরু হয় নতুন দ্বন্দ্ব। বিশেষ নাটক ‘শালা দুলাভাই’। আহসান হাবিবের রচনা এবং শফিউল আযম শফিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবিদ রেহান, জ্যোতিকা জ্যোতি, হাসান মাসুদসহ আরও অনেকে। একুশে টেলিভিশনে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচার হবে এটি।