Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
48ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের রাতে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সহজ জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে দলটি। অন্যদিকে চেলসি নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোল ড্র করে স্বস্তি পেয়েছে।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সান্ডারল্যান্ডকে হারাতে বেগ পেতে হয়নি ইউনাইটেডের। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন মেমফিস ডিপাই, ওয়েইন রুনি ও হুয়ান মাতা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আদায় করে পারেনি দুই দলের কোনো দল। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কপাল খুলে স্বাগতিকদের। ব্লিন্ডের ক্রস থেকে বল পান মাতা। মাতার বাড়ানো পাস লক্ষ্যভেদ করেন ডিপাই। এরপর আর পিছনে ফিরে থাকাতে হয়নি ম্যানইউকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক ওয়েন রুনি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড পূর্বে ইউনাইটেডের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন মাতা। ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল আদায় করে নেন মাতা।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ ম্যাচে পয়েন্ট ১৬। সমানসংখ্যক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি পয়েট ১৫। শনিবার রাতে টটেনহ্যামের কাছে ৪-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে তারা।
এদিকে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পরাজয় এড়িয়েছে জোসে মরিনহোর শিষ্যরা। ২-০ গোলে পিছিয়ে থাকা চেলসির পরাজয় আটকে গেয় দুই ব্রাজিলিয়ান রামিরেস ও উইলিয়ান। এ ড্রয়ে পর চেলসির পয়েন্ট ৭ ম্যাচে ৮।