Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
72দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইমামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে সাজাপ্রাপ্ত ডিএমডি ইমামুল হক তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামি ডিএমডির জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৫ আগস্ট বিচারক আখতারুজ্জামান ডিএমডি ইমামুল হকসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। তখন ডিএমডি ইমামুল হকসহ বাকি ছয় আসামি পলাতক ছিলেন।
দণ্ডাদেশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মো. হারুন, সিনিয়র সহকারী ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মাহমুদ উল্লাহ ও মাহমুদ হোসেন, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, তরিকুল আলম ও কামরুল ইসলাম।
রায়ে বিচারক যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পৃথক দুটি ধারায় সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া দণ্ডাদেশ পাওয়া প্রত্যেক আসামিকে এক কোটি সাত লাখ ৯৫ হাজার ৮১৮ টাকা করে জরিমানা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধিবহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক সৈয়দ আহম্মেদ তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
পরে ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের উপপরিচালক ঢাকার সিএমএম আদালতে তাঁদের আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।