Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
83বাংলাদেশ সফরে আসতে আগ্রহী অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাই অতি দ্রুত নিরাপত্তা সংক্রান্ত জটিলতা নিরসনের মাধ্যমে এই সফর হবে- এমনটিই আশা করেছেন সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। উদ্ভুত সমস্যা সমাধানের পরও সূচিতে কোনো হেরফের হবে না বলেও মনে করেন তিনি। তবে বিষয়টি যে এখন আর ক্রিকেটারদের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, সে কথাও স্মরণ রিয়ে দিয়েছেন সাবেক এই অসি অধিনায়ক।
ক্লার্ক বলেছেন, ‘আমি নিশ্চিত যে তারা সফরে যেতে চায়। তবে ক্রিকেটার হিসেবে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে অনেকবারই এই ধরনের ইচ্ছা বিসর্জন দিতে হয়। তাই এ অবস্থায় তাদের পররাষ্ট্র ও বাণিজ্য দফতর এবং বোর্ডের মতামতের দিকে অপেক্ষা করেই তাকিয়ে থাকতে হবে।’
বাংলাদেশে এসে দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। আগামী ৩ অক্টোবর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা। আর ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম এবং ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর কথা রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত সফর স্থগিত করলেও এখনো সূচি অপরিবর্তিত রয়েছে।
দ্রুত সিদ্ধান্ত নিলে এখনো এই সূচি ঠিক রাখা সম্ভব বলে মনে করছেন মাইকেল ক্লার্ক। তবে এক বা দুই সপ্তাহ এভাবে পার হয়ে গেলে তখন ভিন্ন কিছুও হতে পারে।
একজন ক্রিকেটারকে পরিপূর্ণ হয়ে ওঠতে সব ধরনের পরিবেশে খেলতে হয় বলেও মনে করেন ক্লার্ক। নিজের অভিজ্ঞতাও এক্ষেত্রে বর্ণনা করেছেন তিনি। পাকিস্তান সফর করতে না পারাটা তাকে পীড়া দেয় বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেছেন, ‘দলটাকে সক্ষম করে তুলতে হলে অবশ্যই বিশ্বের সব পরিবেশে খেলতে হবে। অথচ এই নিরাপত্তার অজুহাতে আমি নিজে কখনো পাকিস্তানে খেলতে পারিনি। আশা করছি এক সময় ক্রিকেট সব জায়গায়ই হবে এবং আমাদের সামনে এ ধরনের সমস্যাগুলো আর থাকবে না।’