খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বাংলাদেশের ১০ জন হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন ও উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী।
এছাড়া ৯৮ জন হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেছে ৩ জনের।
যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন বলেন, নিহত হাজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আত্মীয়দের মতামত প্রাধান্য পাবে। সরকার নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি।
গত বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে প“লিতের ঘটনায় ৭৬৯ জন হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও অন্তত ৯৩৪ জন।