Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
53বাসের ধাক্কায় পুলিশ ভ্যানের তিন আরোহী ও বাসের দুই যাত্রীসহ মোট ৫জন আহত হয়েছেন। রবিবার রাতে রাজধানীর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক তাপস মণ্ডল বলেন, ‘পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু দাস জানান, আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মনোজ প্রভাকর, নায়েক জাকির হোসেন ও আনসার সদস্য মো. জগলু। আহত অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।