Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
35ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা রহস্য উদ্ঘাটন এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। তদন্ত কমিটিকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা দক্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত সহায়তা টিম। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দার এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত আইজিপি জনাব মো. মোখলেসুর রহমান, বিপিএম (বার) এর সভাপতিত্বে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি (অপরাধ) মো. হেলাল উদ্দিন বদরী, সিআইডির ডিআইজি মো. সাইফুল আলম, ডিআইজি (সিটি এসবি) মো. মোশাররফ হোসেন ভূঁঞা, ডিআইজি (রাজনৈতিক) মো. মাহবুবুর রহমান, পিবি আই’র ডিআইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ভারপ্রাপ্ত আইজিপি বলেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনাটিকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইন্টেলিজেন্স সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদ্ঘাটন নিশ্চিত করতে হবে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল পুলিশ ইউনিটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সভায় জানানো হয়, রাজধানীর কূটনৈতিক এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। ফুট ও মোটর সাইকেল প্যাট্রোল, চেক পোস্ট, তল্লাশি জোরদার করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিদেশী সংস্থার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের নানা সংস্থার মধ্যে সহায়তা এবং সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।