Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫

61ঢাকার গুলশানে গুলিতে ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এতথ্য জানান।
তিনি জানান, ইতালির নাগরিক খুন হওয়ার ঘটনায় গুলশান থানার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ এ মামলার তদন্ত করবে।
এদিকে ইতালিয় তাভেলা সিজার হত্যাকাণ্ডে পুলিশের একটি বিশেষ তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামকে। এ ছাড়া তদন্ত সহায়তা করার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দফতরে ভারপ্রাপ্ত আইজিপি মোকলেসুর রহমানের সভাপতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সদর দফতরে জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেলা সিজার (৫০)। তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।