খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী, বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই তাঁর আসন্ন ছবি ‘জজবা’র প্রচারে ব্যস্ত রয়েছেন। অপরদিকে ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমানও শুরু করতে চলেছেন সেলিব্রিটি রিয়ালিটি শো ‘বিগ বস’। আর সেখানে নিজেদের ছবির প্রচারে হামেশাই আসেন তারকারা। সেই সূত্রেই সাল্লু মিঞার কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর শোতে ছবির প্রচারে ঐশ্বরিয়াও কি আসবেন? সে প্রশ্ন শুনে প্রথমে মুচকি হাসেন নায়ক। তারপর বলেন, ‘‘কি ইমোশনাল প্রশ্ন জানতে চাইছেন!’’
ঐশ্বরিয়া প্রসঙ্গে তাঁর ওপর এক প্রকার ইমোশনাল অত্যাচার হয় বলে স্বীকার করে নিলেন খোদ ‘ভাইজান’ই। এমনকী সাংবাদিক সম্মেলনের শেষে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যান তিনি। অনেকে আবার কান পেতে শুনেছেন সেই গানের দু’কলি।
বলিউডি গুঞ্জন, সে গান ছিল ‘আতে যাতে যো মিলতা হ্যায় তুমসা লাগতা নেহি’। ঐশ্বর্যার কথা ভেবেই কি এ গান গাইছিলেন সালমান? যতই হোক পুরনো প্রেম বলে কথা!
২০০০ সালে সম্পর্ক ভেঙে গিয়েছে সালমান-ঐশ্বরিয়ার। তার পর ১৫ বছরে বদলেছে অনেক কিছুই। অভিষেক বচ্চনকে বিয়ে করার পর আরাধ্যার মা হয়ে বচ্চন-বধূ এখন অনেকটাই পরিণত। মাঝখানে ক্যারিয়ারের বিরতি নিয়েছিলেন নায়িকা। ‘জজবা’র মাধ্যমে পাঁচ বছর পর বড়পর্দায় কামব্যাক হচ্ছে তাঁর।