কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় এক আইনজীবী কন্যার আত্মহত্যা।
আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৈয়দ আলমের কন্যা স্কুল পড়ুয়া দশম শ্রেণির মেধাবী ছাত্রী সিফাত আরা ইভা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৈয়দ আলমের কন্যা ও বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী সিফাত আরা ইভা (১৬) দোতালা বাসার শয়ন ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াহিয়া সরকার মানিক জানান, ইভা দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী তার রোল ছিলো ২, সে খুব মেধাবী ছাত্রী ছিলো।